যথাযোগ্য মর্যাদায় চকরিয়া উপজেলা প্রেসক্লাবের জাতীয় শোক দিবস পালিত
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করে চকরিয়া উপজেলা প্রেসক্লাব।
বুধবার(১৬ আগষ্ট) বিকেলে চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি ইবনে আমিনের সভাপতিত্বে ও দৈনিক কালের কন্ঠ চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তির সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ককক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পত্রিকা দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচএম এরশাদ, জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য, কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম ও বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আবু মুছা সহ চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য।
প্রধান অতিথি কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরীসহ বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদাতের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষান্তে ১৫ আগষ্টের শহীদের আত্মার মাগফেরাতের জন্য মোনাজাত পরিচালনা করেন চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এ.বি.এম হাবিব উল্লাহ।