শান্তিপূর্ন নির্বাচনে ঐক্যমত প্রার্থীদের।
শাহজাহান আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ আসন্ন উপজেলা নির্বাচনে মনোহরদীতে শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে ঐক্যমতের ঘোষনা দিয়েছেন প্রার্থীরা। আজ শনিবার এক মত বিনিময় সভায় মিলিত হয়ে তারা এ সংক্রান্ত একটি ঘোষনাপত্রে স্বাক্ষর করেছেন।
আগামী ২১ মে নরসিংদী, মনোহরদী উপজেলা পরিষদের নির্বাচন।এ উপলক্ষে প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে দিনরাত মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস-
চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আজ শনিবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নামে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের একটি সংগঠন এ মত বিনিময় সভার আয়োজন করে।
এতে চেয়ারম্যান পদপ্রার্থী প্রিয়াশীষ রায়,এড. মাসুদুর রহমানসহ সকল ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস- চেয়ারম্যান প্রার্থী অংশ নেন।প্রার্থীগন আনুষ্ঠানিকভাবে এখানে শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে ঐক্যমত পোষন করে এক ঘোষনাপত্রে স্বাক্ষর করেছেন।
মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পিএফজির অ্যাম্বেসেডর এম.এস ইকবালের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়াসহ বিভিন্ন শ্রেনী পেশা ও স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির সন্চালনায় ছিলেন দৈনিক গ্রামীন দর্পন পত্রিকার সম্পাদক ও পিএফজির স্থানীয় সমন্বয়ক কাজী আনোয়ার কামাল।