২ দিনে পৃথক ঘটনায় ৩ নর-নারীর আত্মহত্যা!
মনোহরদীতে পৃথক ঘটনায় ২ দিনে ৩ নারী পুরুষের আত্মহননের ঘটনা ঘটে। উপজেলার চরমান্দালীয়ার নালি বিলের পাড়ে, লেবুতলার গাংকুলকান্দী গ্রামে ও কাচিকাটার উত্তর বারুদীয়া গ্রামে এ ৩ আত্মহননের ঘটনা ঘটে।
আজ শনিবার ২টি ও গতকাল শুক্রবার এর একটি ঘটনা ঘটে। মনোহরদীর চরমান্দালীয়া নালি বিলের পাড়ের বাসিন্দা লিয়াকত আলী (৬৪) এলাকায় বেশ সজ্জন হিসেবে পরিচিত ছিলেন।আজ শনিবার ভোরে নিজ বাড়ী সংলগ্ন আম গাছে গলায় ফাঁস লটকে আত্মহত্যা করেন।