৫ বারের উপজেলা চেয়ারম্যান বীরু খান নরসিংদী-৪ আসনের প্রার্থী।
শাহজাহান আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ মনোহরদীর ৫ বারের উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খাঁন বীরু নরসিংদী-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ হচ্ছেন।এ লক্ষ্যে আজ মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খাঁন বীরু নির্বাচন করছেন। এ জন্য আজ তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
মনোহরদী উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,তার দেয়া পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
উল্লেখ্য, বর্তমান শিল্পমন্ত্রী ও ৪ বারের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আওয়ামী লীগের মনোনয়ন লাভ করে এ আসনে নির্বাচন করছেন।বীরু সাবেক সেনা প্রধান ও আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুত জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী নূর উদ্দীন খাঁনের ভ্রাতুষ্পুত্র। এছাড়া নূর উদ্দীন খাঁন এ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটিরও সদস্য ছিলেন।