চকরিয়ায় গাড়ীর ধাক্কায় ভারসাম্যহীন অজ্ঞাতনামা ব্যক্তি নিহত
রিয়াজ উদ্দিন:
কক্সবাজারের চকরিয়াস্হ আজিজনগর স্টেশন এলাকায় অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় সড়ক ছিটকে পড়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর দোহা ফুডের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানা যায়, কক্সবাজারমুখী বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় আজিজনগর বাজারস্হ মহাসড়ক সংলগ্ন দোহা ফুডের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা ভারসাম্যহীন একটি নিহত হন।বিকট শব্দ শুনে স্হানীয় লোকেরা দৌঁড়ে লোকটি উদ্ধার করতে চাইলে এসময় ঘটনাস্থলেই মারা যান নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট হাইওয়ে থানায় খবর দেওয়া হয়।পরে পুলিশ এসে লাশ নিয়ে যান বলে তারা জানিয়েছেন।
স্থানীয়রা জানান,গত কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে আজিজনগর বাসস্ট্যান্ড এলাকায় এই লোকটাকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন বলেন-র্দূঘটনায় এক ভারসাম্যহীন পরিচয়হীন মারা গেছে।পরিচয় শণাক্তে বিভিন্ন জায়গায় খবরটি পৌঁছানো হয়েছে।আমরা গাড়ীটি শণাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।









