উখিয়ার বালুখালীতে ছাত্রদলের ৩১ দফা রূপরেখা বিতরণ
তারুণ্যের মাঝে রাষ্ট্র মেরামতের বার্তা
আবু বক্কর সিদ্দিক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত তারুণ্যের মাঝে রাষ্ট্র মেরামতের বার্তা- রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে তুলে ধরতে এক প্রচার কর্মসূচি পালন করেছে পালংখালী ইউনিয়ন ছাত্রদল।
আজ (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে উখিয়া উপজেলার বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
সকাল ১১টা ৩০ মিনিটে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল বাহার। প্রধান অতিথির বক্তব্যে ইকবাল বাহার বলেন, “দেশের বর্তমান গভীর সংকট নিরসনে তারেক রহমানের এই ৩১ দফা রূপরেখা একটি সময়োপযোগী রোডম্যাপ। দেশের ভবিষ্যতের কর্ণধার তরুণ সমাজ ও ছাত্রসমাজকে এই রূপরেখা সম্পর্কে জানাতেই ছাত্রদল এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে।”
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রিদওয়ান ফারাবী। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, “দেশের ভবিষ্যৎ পরিবর্তন ও মেরামত প্রক্রিয়ায় তরুণরাই নেতৃত্ব দেবে। আমরা শিক্ষার্থীদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, সেই পরিকল্পনা বিএনপিনেতা তারেক রহমান আমাদের দিয়েছেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পালংখালী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক শামীম। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন আমাদের এই ৩১ দফায় নিহিত।
ছাত্রদলের নেতা-কর্মীরা কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষে কক্ষে এই আশা ও বার্তার লিফলেট পৌঁছে দিয়েছেন।”
লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ সময় ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের হাতে হাতে রাষ্ট্র মেরামতের এই রূপরেখা সম্বলিত লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের পরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত করেন।








