বসতঘরের মালামাল সহ টাকা লুটপাট
পেকুয়ায় লবণ চাষীর কাছে চাঁদা না পেয়ে বসতঘরে লুটপাট
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
নিজস্ব প্রতিবেদক:
পেকুয়ায় লবণ চাষীর কাছে দাবীকৃত চাঁদা না পেয়ে বসতঘরের মালামাল সহ টাকা লুটপাটের অভিযোগে উঠেছে। ভোক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্যে রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ার মৃত কালামিয়ার ছেলে আবুল হোছাইন বলেন, একই এলাকার ফয়েজ আহমদের ছেলে আবু হানিফ ও হারুন কে দীর্ঘদিন ধরে লবণ চাষ করে আসছে। দীর্ঘদিন ধরে লবণ চাষ হলে দিতে হয় লবণ অথবা চাঁদা। তারা দুজনেই সন্ত্রাসী- এলাকায় ত্রাসের রাজত্ব করে হুমকি ধমকি দিয়ে লবণ চাষ থেকে চাঁদা আদায় করে আসছিল।
গত শুক্রবার দিবাগত রাতে তার অবর্তমানে হারুন ও আবু হানিফ তার বসতঘরে ডুকে তার স্ত্রীকে ভয়ভিতি দেখিয়ে ঘরের মালামাল ও নগদ ২লক্ষ ৫০ হাজার টাকা সহ কম্বল জাল, লবণ মাঠের পুরাতন পলিথিন নিয়ে যায়। আমার স্ত্রী ও ছেলে বাধা দিলে তারা হুমকি ধমকি দিয়ে চলে যায়।
স্থানীয় বাসিন্দা কি বলেন-
স্থানীয় বাসিন্দা আজমগীর বলেন, ঘটনা শুনে এলাকার লোকজন সহ ফয়েজ আহমদের ছেলে আবু হানিফ ও হারুনের বাড়ীর আঙ্গিনা থেকে একটি পলিথিনের বান্ডিল উদ্ধার করি। হারুন ও আবু হানিফকে মালামাল ও টাকা ফেরত দিতে বললে তারা উল্টো হুমকি দিয়ে আবুল হোছাইনের পরিবারকে রাস্তায় ওঠতে দিবেনা মাঠে চাষাবাদ করতে দিবেনা বলে ত্রাস সৃষ্টি করছে।
আবুল হোছাইনের ছেলে সাহাবউদ্দিন বলেন, ঘটনার পর থেকে ভুক্তভোগী বাসিন্দারা স্থানীয় মেম্বার ও সর্দার কে বিচার দেয়ায় ক্ষীপ্ত হয়ে তাদের বাড়ীঘর থেকে বের হতে দিচ্ছেনা। রবিবার সকালে নিজের বসতঘরে পেছনে গেলে হারুন ও আবু হানিফ কিরিচ দিয়ে তাকে হামলা করে তিনি কোন রকম বসতঘরে আশ্রয় নিয়ে প্রাণে বাচেন।
আবুল হোছাইনের স্ত্রী দিলোয়ারা বেগম বলেন. তার স্বামী পলিথিন বিক্রি করতে আলিকদম গেলে তাদের প্রতিবেশী ফয়েজ আহমদের ছেলে আবু হানিফ ও হারুন বসতঘরে ডুকে ৩টি কম্বল ২টি জাল ও কম্বলের ভাজে থাকা ২লাখ ৫০হাজার টাকা নিয়ে যায়, আমার ছেলে প্রতিবেশীদের সহায়তায় হারুন ও আবু হানিফের বাড়ী থেকে একটি পলিথিনের বান্ডিল উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানান-
স্থানীয়রা জানান তারা পেশাদার চোর ও তাদের কথা অনুযায়ী লবণ বিক্রি করতে হয় না হয় তারা চাঁদা আদায় করে থাকে। স্থানীয় প্রশাসনকে তারা কোন রকম তোয়াক্কা করেনা।
এবিষয়ে রাজাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের এমইউপি নুরুল আবচার প্রকাশ বদুর কাছে জানতে চাইলে তিনি বলেন, কামাল হোছাইনের স্ত্রী আমাকে বিচার দিয়েছিল তাদের থানায় মামলা দায়ের করতে পরামর্শ দিয়েছি।
ভোক্তভোগী কামাল হোছাইন আরো বলেন, চোর হারুন ও আবু হানিফ তার ছেলের বিদেশ যাওয়ার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। তাদের কথা অনুযায়ী লবণ বিক্রি না করায় মূলত বসতঘরের মালামাল লুটপাট করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
নিউজটি শেয়ার করুন