পালংখালী স্টেশনে তাঁতীদলের লিফলেট বিতরণ
বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা:
আবু বক্কর সিদ্দিক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে প্রচার কার্যক্রম জোরদার করেছে উখিয়া উপজেলা তাঁতীদল।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকালে ২টার সময় কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী স্টেশনে সাধারণ ভোটারদের মাঝে এই ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
পালংখালী ইউনিয়ন তাঁতীদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীদের হাতে দলের ভবিষ্যৎ রূপরেখা তুলে দেওয়া হয়।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বর্তমান সরকারের নানা ব্যর্থতা ও দেশের চলমান সংকট তুলে ধরে রাষ্ট্র মেরামতের এই কর্মসূচির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
আরও পড়ুন>> পেকুয়ায় লবণ চাষীর কাছে চাঁদা না পেয়ে বসতঘরে লুটপাট
উখিয়া উপজেলা তাঁতীদলের সি. যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন নিরব বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের এই ৩১ দফা অপরিহার্য। এটি কেবল বিএনপির কর্মসূচি নয়, এটি দেশের আপামর জনতার মুক্তির সনদ। আমরা এই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।”
পালংখালী ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক আবু দর্দা ছোটন বলেন, “দেশের এই কঠিন পরিস্থিতিতে তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন, তা জনগণের কাছে ব্যাপক সাড়া ফেলবে। মানুষ এখন পরিবর্তন চায়।”
পালংখালী ইউনিয়ন তাঁতীদলের সদস্য সচিব শফিকুল ইসলাম মিন্টু তার বক্তব্যে বলেন, “দেশের মানুষ একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা চায়। এই ৩১ দফা সেই প্রত্যাশা পূরণের পথ দেখাবে।”
এছাড়াও পালংখালী ইউনিয়ন তাঁতীদলের সি. যুগ্ম আহবায়ক ফায়েজ উদ্দিন বাবুল বলেন, “দেশের ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে এই কর্মসূচির কোনো বিকল্প নেই।”
এ সময় কর্মসূচিতে ইউনিয়ন তাঁতীদলের অন্যান্য নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা স্টেশনের বিভিন্ন দোকানে ও সাধারণ পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের রূপরেখা নিয়ে আলোচনা করেন।








