1. dainikjonopath@gmail.com : admin :
  2. aahsanmanik@gmail.com : M A Manik :
  3. riazuddin137990@gmail.com : Riaz Uddin :
ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াইক্যং সীমান্তে ফের উত্তেজনা: মিয়ানমারের গুলিতে বাংলাদেশি শিশু আহত, ৫৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত আবারও রক্তক্ষয়ী উত্তেজনায় জড়িয়ে পড়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে শুরু হওয়া সশস্ত্র সংঘর্ষ, গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের সরাসরি প্রভাব পড়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায়।

সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে রবিবার (১১ জানুয়ারি) ভোরে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় সীমান্তবাসীর মধ্যে নতুন করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।আহত শিশুটির নাম আফনান (১২)।

সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকার জসিম উদ্দীনের মেয়ে এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার দুপুরে হোয়াইক্যং সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটক ৫৩ জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং বাকি ৫২ জন রোহিঙ্গা বিভিন্ন সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সশস্ত্র সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। নিরাপত্তাহীনতা ও প্রাণভয়ের কারণে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গত তিন থেকে চার দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের উত্তরাংশে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে বলিবাজার, সায়েরবিল এবং নাফ নদীর তোতার দ্বীপকেন্দ্রিক এলাকায় সংঘর্ষ তীব্র হয়েছে। এসব বিস্ফোরণের শব্দে বাংলাদেশের হোয়াইক্যং সীমান্ত এলাকার জনবসতি কেঁপে ওঠে।

রবিবার ভোরে এই সংঘর্ষের মধ্যেই মিয়ানমার দিক থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়ে আফনানের শরীরে। এতে নতুন করে সীমান্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,হোয়াইক্যং সীমান্তের ওপারে রাতভর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। একপর্যায়ে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫৩ জনকে আটক করা হয়েছে।”

স্থানীয়রা জানান, নাফ নদীর তোতার দ্বীপ বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এই দ্বীপকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচারের রুট সক্রিয় রয়েছে বলে অভিযোগ আছে। দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ দিন দিন বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে।

হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়া, কোনাপাড়া, তুলাতলী, খারাইংগা ঘোনা ও বালুখালী গ্রামে বসবাসকারী নারী-শিশু-বৃদ্ধসহ অন্তত ১০ হাজার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। একই সঙ্গে নাফ নদীনির্ভর হাজারো জেলের জীবন ও জীবিকাও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

হোয়াইক্যং সীমান্ত আঞ্চলিক গ্রাম কমিটির সভাপতি আলমগীর চৌধুরী বলেন,হঠাৎ গুলির শব্দ শুরু হলে আমরা মাদ্রাসা ও স্কুলে আশ্রয় নিতে বাধ্য হই। শিশুরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। আমরা সীমান্তে স্থায়ী নিরাপত্তা চাই।”এ বিষয়ে কক্সবাজার বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন,“সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

উল্লেখ্য, টানা ১১ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত বছরের ৮ ডিসেম্বর মিয়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের প্রায় ৮০ শতাংশ এলাকা দখলে নেয় আরাকান আর্মি। এরপর প্রায় এক বছর সীমান্তে বড় ধরনের সংঘর্ষ না হলেও সাম্প্রতিক ঘটনায় সেই নীরবতা ভেঙে গেছে।

এর আগে গত বৃহস্পতিবার নাফ নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে গুলিবিদ্ধ হন। এছাড়া গত ১৩ ও ২৫ ডিসেম্বর সংঘর্ষ চলাকালে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে হোয়াইক্যং এলাকার কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটে

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

    • আপনি কি banglarjonopath.com এর নিয়মিত পাঠক?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
    ফজর শুরু৪:০৭
    জোহর শুরু১২:০৫
    আসর শুরু৪:৪২
    মাগরিব শুরু৬:৪০
    ইশা শুরু৮:০৩
    সূর্যোদয় :৫:২৯সূর্যাস্ত :৬:৩৫

    হোয়াইক্যং সীমান্তে ফের উত্তেজনা: মিয়ানমারের গুলিতে বাংলাদেশি শিশু আহত, ৫৩ জন আটক

    আপডেট সময় : ১১:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

    নিজস্ব প্রতিবেদক:

    বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত আবারও রক্তক্ষয়ী উত্তেজনায় জড়িয়ে পড়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে শুরু হওয়া সশস্ত্র সংঘর্ষ, গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের সরাসরি প্রভাব পড়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায়।

    সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে রবিবার (১১ জানুয়ারি) ভোরে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় সীমান্তবাসীর মধ্যে নতুন করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।আহত শিশুটির নাম আফনান (১২)।

    সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকার জসিম উদ্দীনের মেয়ে এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

    পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

    এদিকে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    রবিবার দুপুরে হোয়াইক্যং সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

    বিজিবি সূত্র জানায়, আটক ৫৩ জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং বাকি ৫২ জন রোহিঙ্গা বিভিন্ন সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সশস্ত্র সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। নিরাপত্তাহীনতা ও প্রাণভয়ের কারণে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

    স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গত তিন থেকে চার দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের উত্তরাংশে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে বলিবাজার, সায়েরবিল এবং নাফ নদীর তোতার দ্বীপকেন্দ্রিক এলাকায় সংঘর্ষ তীব্র হয়েছে। এসব বিস্ফোরণের শব্দে বাংলাদেশের হোয়াইক্যং সীমান্ত এলাকার জনবসতি কেঁপে ওঠে।

    রবিবার ভোরে এই সংঘর্ষের মধ্যেই মিয়ানমার দিক থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়ে আফনানের শরীরে। এতে নতুন করে সীমান্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,হোয়াইক্যং সীমান্তের ওপারে রাতভর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। একপর্যায়ে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫৩ জনকে আটক করা হয়েছে।”

    স্থানীয়রা জানান, নাফ নদীর তোতার দ্বীপ বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এই দ্বীপকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচারের রুট সক্রিয় রয়েছে বলে অভিযোগ আছে। দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ দিন দিন বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে।

    হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়া, কোনাপাড়া, তুলাতলী, খারাইংগা ঘোনা ও বালুখালী গ্রামে বসবাসকারী নারী-শিশু-বৃদ্ধসহ অন্তত ১০ হাজার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। একই সঙ্গে নাফ নদীনির্ভর হাজারো জেলের জীবন ও জীবিকাও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

    হোয়াইক্যং সীমান্ত আঞ্চলিক গ্রাম কমিটির সভাপতি আলমগীর চৌধুরী বলেন,হঠাৎ গুলির শব্দ শুরু হলে আমরা মাদ্রাসা ও স্কুলে আশ্রয় নিতে বাধ্য হই। শিশুরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। আমরা সীমান্তে স্থায়ী নিরাপত্তা চাই।”এ বিষয়ে কক্সবাজার বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন,“সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

    উল্লেখ্য, টানা ১১ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত বছরের ৮ ডিসেম্বর মিয়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের প্রায় ৮০ শতাংশ এলাকা দখলে নেয় আরাকান আর্মি। এরপর প্রায় এক বছর সীমান্তে বড় ধরনের সংঘর্ষ না হলেও সাম্প্রতিক ঘটনায় সেই নীরবতা ভেঙে গেছে।

    এর আগে গত বৃহস্পতিবার নাফ নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে গুলিবিদ্ধ হন। এছাড়া গত ১৩ ও ২৫ ডিসেম্বর সংঘর্ষ চলাকালে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে হোয়াইক্যং এলাকার কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটে