নাটোরে আই এফ আইসি ব্যাংকের উদ্বোধন।
রিয়াজ হোসেন লিটু, নাটোরঃ
নাটোরে আই এফ আইসি ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে নাটোর কানাইখালী আই এফ আইসি নাটোর শাখার উদ্বোধন করেন নাটোর সদর -২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, আইএফআইসির রাজশাহী* ব্রাঞ্চ ম্যানেজার ইকবাল হোসেন ভূঁইয়া, আইএফআইসির ব্রান্স ম্যানেজার আইএফআইসির বানিশ্বর ব্রাঞ্চ ম্যানেজার নুরুল ইসলাম মিয়া, নাটোর ব্রান্স ম্যানেজার এনামুল হকসহ ব্যাংেকর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।