1. dainikjonopath@gmail.com : admin :
  2. fecmetznutna1982@coffeejeans.com.ua : carlaholleran9 :
  3. mieshaalbertsoncqb@yahoo.com : cornellerickson :
  4. lmkbqyuvvPt@poochta.com : Elliskib :
  5. qevyvaii@mailkv.com : ericglowacki :
  6. intechpedes1984@coffeejeans.com.ua : janncalder75 :
  7. meridithonus@1secmail.org : kianmcnutt53 :
  8. aahsanmanik@gmail.com : M A Manik :
  9. fwgionnjlSi@poochta.com : ManuelVar :
  10. egor932@lotofkning.com : sethgainer82435 :
  11. sm_christopher_wilson@tb-investlab1.ru : wallacelarose6 :
  12. shanicecohen6539@1secmail.net : yolandahiggins6 :
ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

হুমায়ুন কবির হিমুর রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে সদর ও প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা যুবলীগ

রিয়াজ উদ্দিন, কক্সবাজার

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিয়াজ উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ন—আহ্বায়ক হুমায়ুন কবির হিমু স্ট্রোক করে হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার ল্যাব এইড হাসপাতালে (৩য় তলায়)  ভর্তি করানো হয়।  বর্তমানে তিনি লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।  তাহাঁর আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে সবাই দোয়া প্রার্থনা করছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরির হল রুমে হুমায়ুন কবির হিমুর রোগ মুক্তি কামনায় কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী রাজিবুল হক চৌধুরীর রিকোর সভাপতিত্বে কক্সবাজার সদর উপজেলা যুবলীগ ও প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা যুবলীগ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী রাজিবুল হক চৌধুরীর রিকো, সদর উপজেলা যুবলীগের সহ—সভাপতি মিজানুল হক, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক, পোকখালী ইউনিয়ন  যুবলীগের সভাপতি আ.ন.ম আমজাদ হোসেন, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সাহেদ কামাল, পোকখালী ইউনিয়ন  যুবলীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদ, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, যুবলীগ নেতা শামশুল আলম, জাহাঙ্গীর আলম, সেলিম এহেসান, মুস্তাফিজ, জাহেদ, মান্নান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি রাজিবুল হক চৌধুরী রিকো বলেন, আওয়ামীলীগের অন্যতম নক্ষত্র ছিল হুমায়ুন কবির হিমু চাচা।  দীর্ঘদিন যাবত আওয়ামীলীগে সুখে—দুঃখে সবসময় ছায়ার মত লেগে থাকতেন। ঈদগাঁও উপজেলার মত বিএনপি—জামাতের ঘাটিঁর মধ্যে আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেন এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাহাঁর অনুপস্থিতিতে ঈদগাঁও বাসী বুঝতেছে হিমু এলাকার জন্য কি করে গেছেন। আমি মহান রাব্বুল আলামীনের কাছে হুমায়ুন কবির হিমু চাচার জন্য দোয়া ও জান ভিক্ষা চাই।

এদিকে কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, কক্সবাজার—৪ (উখিয়া—টেকনাফ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সোহেল আহমদ বাহাদুর তাঁর বন্ধুর অসুস্থ্যতার খবর শোনে ছুটে চলেন ঢাকার ল্যাব এইড হাসপাতালে (৩য় তলায়)। মুঠোফোনে তিনি জানান, বন্ধু হুমায়ুন কবির হিমুর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছে। তাঁর কাছে স্মৃতিচারনে তিনি উল্লেখ করেন, খুব কাছের একজন বন্ধু ও সহযোদ্ধা আমার হুমায়ুন কবির হিমু।  অনেক স্মৃতি অনেক গল্প, অনেক ঘনিষ্ঠভাবে আমরা একসাথে কাটিয়েছি। ঈদগাঁ’তে জয়নাল হত্যা মামলায় আসামি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জেন্ট জহুরুল হক হলে আমার রুমে একসাথে ছিল অনেক দিন। একসাথে মধুর ক্যান্টিনে নাস্তা , ক্লাসে বসে স্যারদের লেকচারও শুনতো,ক্যাম্পাসে মিছিল করা, টিএসসিতে বিকেলের আড্ডা, সন্ধ্যারপর বঙ্গবন্ধু এভিনিউ পার্টি অফিসে চলে যেতাম হাঁটতে হাঁটতে সেই অনেক স্মৃতি । সম্পর্কটা  সেই থেকে আজও  প্রাণবন্ত । আজকে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে তুমি, পাশে দাঁড়িয়ে আমি মনে মনে বলছি  উঠে দাঁড়াও বন্ধু,  ফিরে আসো আবার জীবনের কোলাহলে। হে আল্লাহ তুমি সুস্থতা দান কর হিমুকে।

অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে, খতমে কোরআন ও আলোচনা সভা শেষে ঈদগাঁও মোহনভিলা জামে মসজিদের ইমাম মোনাজাত পরিচালন করেন। হুমায়ুন কবির হিমুসহ দেশের সকল অসুস্থ্য নর—নারীর রোগ মুক্তি কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

 

 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:২৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে

    • আপনি কি banglarjonopath.com এর নিয়মিত পাঠক?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
    ফজর শুরু৪:০৭
    জোহর শুরু১২:০৫
    আসর শুরু৪:৪২
    মাগরিব শুরু৬:৪০
    ইশা শুরু৮:০৩
    সূর্যোদয় :৫:২৯সূর্যাস্ত :৬:৩৫

    হুমায়ুন কবির হিমুর রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে সদর ও প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা যুবলীগ

    আপডেট সময় : ০১:২৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

    রিয়াজ উদ্দিন, কক্সবাজার।

    কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ন—আহ্বায়ক হুমায়ুন কবির হিমু স্ট্রোক করে হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার ল্যাব এইড হাসপাতালে (৩য় তলায়)  ভর্তি করানো হয়।  বর্তমানে তিনি লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।  তাহাঁর আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে সবাই দোয়া প্রার্থনা করছে।

    মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরির হল রুমে হুমায়ুন কবির হিমুর রোগ মুক্তি কামনায় কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী রাজিবুল হক চৌধুরীর রিকোর সভাপতিত্বে কক্সবাজার সদর উপজেলা যুবলীগ ও প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা যুবলীগ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে।

    এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী রাজিবুল হক চৌধুরীর রিকো, সদর উপজেলা যুবলীগের সহ—সভাপতি মিজানুল হক, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক, পোকখালী ইউনিয়ন  যুবলীগের সভাপতি আ.ন.ম আমজাদ হোসেন, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সাহেদ কামাল, পোকখালী ইউনিয়ন  যুবলীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদ, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, যুবলীগ নেতা শামশুল আলম, জাহাঙ্গীর আলম, সেলিম এহেসান, মুস্তাফিজ, জাহেদ, মান্নান প্রমুখ।

    অনুষ্ঠানের সভাপতি রাজিবুল হক চৌধুরী রিকো বলেন, আওয়ামীলীগের অন্যতম নক্ষত্র ছিল হুমায়ুন কবির হিমু চাচা।  দীর্ঘদিন যাবত আওয়ামীলীগে সুখে—দুঃখে সবসময় ছায়ার মত লেগে থাকতেন। ঈদগাঁও উপজেলার মত বিএনপি—জামাতের ঘাটিঁর মধ্যে আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেন এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাহাঁর অনুপস্থিতিতে ঈদগাঁও বাসী বুঝতেছে হিমু এলাকার জন্য কি করে গেছেন। আমি মহান রাব্বুল আলামীনের কাছে হুমায়ুন কবির হিমু চাচার জন্য দোয়া ও জান ভিক্ষা চাই।

    এদিকে কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, কক্সবাজার—৪ (উখিয়া—টেকনাফ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সোহেল আহমদ বাহাদুর তাঁর বন্ধুর অসুস্থ্যতার খবর শোনে ছুটে চলেন ঢাকার ল্যাব এইড হাসপাতালে (৩য় তলায়)। মুঠোফোনে তিনি জানান, বন্ধু হুমায়ুন কবির হিমুর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছে। তাঁর কাছে স্মৃতিচারনে তিনি উল্লেখ করেন, খুব কাছের একজন বন্ধু ও সহযোদ্ধা আমার হুমায়ুন কবির হিমু।  অনেক স্মৃতি অনেক গল্প, অনেক ঘনিষ্ঠভাবে আমরা একসাথে কাটিয়েছি। ঈদগাঁ’তে জয়নাল হত্যা মামলায় আসামি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জেন্ট জহুরুল হক হলে আমার রুমে একসাথে ছিল অনেক দিন। একসাথে মধুর ক্যান্টিনে নাস্তা , ক্লাসে বসে স্যারদের লেকচারও শুনতো,ক্যাম্পাসে মিছিল করা, টিএসসিতে বিকেলের আড্ডা, সন্ধ্যারপর বঙ্গবন্ধু এভিনিউ পার্টি অফিসে চলে যেতাম হাঁটতে হাঁটতে সেই অনেক স্মৃতি । সম্পর্কটা  সেই থেকে আজও  প্রাণবন্ত । আজকে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে তুমি, পাশে দাঁড়িয়ে আমি মনে মনে বলছি  উঠে দাঁড়াও বন্ধু,  ফিরে আসো আবার জীবনের কোলাহলে। হে আল্লাহ তুমি সুস্থতা দান কর হিমুকে।

    অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে, খতমে কোরআন ও আলোচনা সভা শেষে ঈদগাঁও মোহনভিলা জামে মসজিদের ইমাম মোনাজাত পরিচালন করেন। হুমায়ুন কবির হিমুসহ দেশের সকল অসুস্থ্য নর—নারীর রোগ মুক্তি কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।