1. dainikjonopath@gmail.com : admin :
  2. fecmetznutna1982@coffeejeans.com.ua : carlaholleran9 :
  3. mieshaalbertsoncqb@yahoo.com : cornellerickson :
  4. lmkbqyuvvPt@poochta.com : Elliskib :
  5. qevyvaii@mailkv.com : ericglowacki :
  6. intechpedes1984@coffeejeans.com.ua : janncalder75 :
  7. meridithonus@1secmail.org : kianmcnutt53 :
  8. aahsanmanik@gmail.com : M A Manik :
  9. fwgionnjlSi@poochta.com : ManuelVar :
  10. egor932@lotofkning.com : sethgainer82435 :
  11. sm_christopher_wilson@tb-investlab1.ru : wallacelarose6 :
  12. shanicecohen6539@1secmail.net : yolandahiggins6 :
ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারী ড্রেনের ইট খুলে গৃহনির্মাণ¡

প্রতিনিধির নাম

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাহান  আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ বিএডিসির পরিত্যক্ত ড্রেনের সরকারী ইট খুলে ব্যক্তি বিশেষের বাড়ীতে বসত ঘর ও গরুর শেড নির্মানের অভিযোগ উঠেছে।বিএডিসির এক প্রকৌশলীর যোগসাজশে এ কান্ড ঘটছে বলে অভিযোগ রয়েছে।

গাজীপুর, কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের ফসলের মাঠে বিএডিসি কালীগন্জ জোন ২০১২/১৩ অর্থ বছরের দিকে একটি সেচনালা নির্মান করে। পরবর্তীতে সেটি পরিত্যক্ত হয় এবং এ স্থলে মাটির নীচে পাইপ বসিয়ে অন্য একটি সেচনালা নির্মিত হয়।গত বছরের শেষ দিকে এ সেচনালা নির্মানকালে পুরনো পরিত্যক্ত একশ’ মিটার সেচনালার ইটের কোন সুরাহা করা হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, বিএডিসির যোগসাজশে পাঁচুয়া গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র খোকন সেটি আত্মসাত করে চলেছেন। তিনি পরিত্যক্ত ড্রেনের প্রায় ১৫/২০ হাজার ইট খুলে তুলে নিয়েছেন। আর এ ইট দিয়ে নিজ বাড়ীতে একটি ঘর নির্মান করছেন।গত সোমবার সরেজমিনে সেখানে গিয়ে এর সত্যতা মিলেছে।

সরেজমিনে দেখা যায়, তার বাড়ীর দক্ষিনপূর্ব ভিটেয় এ রকম একটি আধাপাকা ঘর নির্মানের কাজ চলমান। এ ছাড়া এ ইটে বাড়ীতে একটি গরুর শেডও নির্মিত হচ্ছে বলে জানা যায়। এ ব্যাপারে অভিযুক্ত পাঁচুয়া গ্রামের খোকন মিয়া জানান, কিছু ইট তিনি বিএডিসির প্রকৌশলী ইফতেখার সাহেবের অনুমতি সাপেক্ষে নিয়ে ব্যবহার করেছেন।

বিএডিসির কালীগন্জ জোনের সহকারী প্রকৌশলী ইফতেখার হোসেন জানান, পরিত্যক্ত সেচনালার ইট কাউকে নেয়ার অনুমতি দেয়া হয়নি। বিষয়টির ব্যাপারে তিনি খোঁজ নেবেন এবং উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে

    • আপনি কি banglarjonopath.com এর নিয়মিত পাঠক?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
    ফজর শুরু৪:০৭
    জোহর শুরু১২:০৫
    আসর শুরু৪:৪২
    মাগরিব শুরু৬:৪০
    ইশা শুরু৮:০৩
    সূর্যোদয় :৫:২৯সূর্যাস্ত :৬:৩৫

    সরকারী ড্রেনের ইট খুলে গৃহনির্মাণ¡

    আপডেট সময় : ১১:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

    শাহজাহান  আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ বিএডিসির পরিত্যক্ত ড্রেনের সরকারী ইট খুলে ব্যক্তি বিশেষের বাড়ীতে বসত ঘর ও গরুর শেড নির্মানের অভিযোগ উঠেছে।বিএডিসির এক প্রকৌশলীর যোগসাজশে এ কান্ড ঘটছে বলে অভিযোগ রয়েছে।

    গাজীপুর, কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের ফসলের মাঠে বিএডিসি কালীগন্জ জোন ২০১২/১৩ অর্থ বছরের দিকে একটি সেচনালা নির্মান করে। পরবর্তীতে সেটি পরিত্যক্ত হয় এবং এ স্থলে মাটির নীচে পাইপ বসিয়ে অন্য একটি সেচনালা নির্মিত হয়।গত বছরের শেষ দিকে এ সেচনালা নির্মানকালে পুরনো পরিত্যক্ত একশ’ মিটার সেচনালার ইটের কোন সুরাহা করা হয়নি।

    এলাকাবাসীর অভিযোগ, বিএডিসির যোগসাজশে পাঁচুয়া গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র খোকন সেটি আত্মসাত করে চলেছেন। তিনি পরিত্যক্ত ড্রেনের প্রায় ১৫/২০ হাজার ইট খুলে তুলে নিয়েছেন। আর এ ইট দিয়ে নিজ বাড়ীতে একটি ঘর নির্মান করছেন।গত সোমবার সরেজমিনে সেখানে গিয়ে এর সত্যতা মিলেছে।

    সরেজমিনে দেখা যায়, তার বাড়ীর দক্ষিনপূর্ব ভিটেয় এ রকম একটি আধাপাকা ঘর নির্মানের কাজ চলমান। এ ছাড়া এ ইটে বাড়ীতে একটি গরুর শেডও নির্মিত হচ্ছে বলে জানা যায়। এ ব্যাপারে অভিযুক্ত পাঁচুয়া গ্রামের খোকন মিয়া জানান, কিছু ইট তিনি বিএডিসির প্রকৌশলী ইফতেখার সাহেবের অনুমতি সাপেক্ষে নিয়ে ব্যবহার করেছেন।

    বিএডিসির কালীগন্জ জোনের সহকারী প্রকৌশলী ইফতেখার হোসেন জানান, পরিত্যক্ত সেচনালার ইট কাউকে নেয়ার অনুমতি দেয়া হয়নি। বিষয়টির ব্যাপারে তিনি খোঁজ নেবেন এবং উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেবেন।